ভার্টিগো ইফেক্ট
...আমার অ্যাক্রোফোবিয়া আছে। আর পরশু রাতে স্বপ্ন দেখলাম এক দম্পতি বিশাল উঁচু একটা টাওয়ার থেকে কোনো কারণে বাধ্য হয়ে নিজ উদ্যোগে লাফিয়ে পড়ছে। টাওয়ারটা আমি ওপর থেকে দেখছি, দেখতে অনেকটা চেরনোবিলের প্লান্টের মতো। খুব পিচ্ছিল আর ভেজা, স্বপ্নসূত্র বলছে একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছে একপশলা। মেয়েটাকে লাফ দিতে দেখিনি। কিন্তু ছেলেটাকে দেখেছি। দৌড়ে গিয়ে লাফ দিলো। তারপর দেখলাম সুপারম্যানের আলখাল্লার মতো দেখতে দুটো ডানা বেরিয়েছে। কিন্তু তা-তে কাজ হচ্ছে না। অনিবার্য পতনমুখী মানুষটার বুক চিরে একটা হাহাকারধ্বনি বেরিয়ে এল। এমন একটা আক্ষেপপূর্ণ কাতর চিৎকার, মনে হচ্ছে মরার তার একদম ইচ্ছে ছিলনা। নিচটা দেখা যাচ্ছে স্পষ্ট। অনেক উঁচু কিন্তু নিচের শানবাঁধানো টেরেইন যেন উৎসাহে চকচক করছে। একটা অতৃপ্ত আত্মা তার ওপর সমর্পিত হতে চলছে, ক্ষুধিত পাষাণ হওয়ার এ মাহেন্দ্রক্ষণে কি উৎসাহ না প্রকাশ করে থাকা যায়?
ছবি সৌজন্য: depositphotos.com |
জুন, ২০২০
No comments