নিরর্থকতার মুহূর্ত
একটা নতুন ট্রাক-সিমুলেটর গেইম খেলছিলাম। খুবই রিয়ালিস্টিক, দুদিন খেলেই মনে হচ্ছে ট্রাক, লরি এসব চালানো ছেলের হাতের মোয়া। রাস্তায় থেমে থেমে জ্বালানি নিতে হয়, ইঞ্জিনের লুব্রিকেন্ট, কুলেন্ট নিয়মিত পাল্টাতে হয়। নাহলে মাঝরাস্তায় ইঞ্জিন থেকে গলগল করে ধোঁয়া বেরিয়ে বন্ধ হয়ে যায় আর টো-ট্রাকের পেছনে আক্কেল সেলামি দিতে হয়। কিছুর সাথে ধাক্কা খেলে ত্যাড়াব্যাকা হয়ে যায়, তখন আবার নতুন করে ইঞ্জিন লাগানো লাগে। তো তিন চারদিন এই সিরিয়াস গেইম খেলে হাজার কুড়ি ডলার জমিয়ে নিজের একটা লরি কিনলাম (এতদিন অন্য কোম্পানির গাড়ি নিয়ে ট্রিপ দিচ্ছিলাম তো)। কেনার আগে পপ-আপ মেসেজ উঠলো, গাড়ি ক্রয়ের আগে সব যন্ত্রাংশ দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ। নতুন গাড়ি কেনার উত্তেজনায় মেসেজটাতে মাথা না ঘামিয়ে ১১ হাজার ডলারে একটা কুচকুচে কালো লরি কিনে মনে হলো, সত্যিই জীবনে কিছু একটা করলাম! এবার নিজের ট্রাক নিজে ড্রাইভ করবো, এর চেয়ে গর্বের আর কী আছে! প্রথম ট্রিপটা পেলাম ডিম চালানের। কিন্তু কপালের নাম গোপাল, মালটা যে সেকেন্ড-হ্যান্ড
No comments